শাওমি আগামী ৫ই নভেম্বর উন্মোচন করতে যাচ্ছে মি সিসি৯ প্রো। ফোনটি নিয়ে কিছু তথ্য ইতিমধ্যে ফাঁস হয়েছে।
মি সিসি৯ প্রো ফোনে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকছে। এতে ১০৮ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল ব্রাইট এইচএমএক্স ক্যামেরা সেন্সর থাকছে।
ফোনটির পেছনে মোট ৫টি ক্যামেরা সেন্সর ও ২টি এলইডি ফ্ল্যাশ ব্যবহার করা হবে। ফোনটিতে ৫এক্স অপটিক্যাল জুম ফিচার থাকছে। এর আগে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর মি মিক্স আলফা ফোনে ব্যবহার করা হয়েছিলো।
আগামী ৫ই নভেম্বর মি সিসি৯ প্রো ফোনের সাথে মি টিভি এবং নতুন একটি স্মার্ট ওয়াচ উন্মোচন করা হবে।