গুগল উন্মোচন করেছে গুগল পিক্সেল ৪ ও পিক্সেল ৪ এক্সএল। গুগল পিক্সেল ৪ ফোনে ডুয়েল ক্যামেরা, ৯০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে ও স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
গুগল পিক্সেল ৪ এর পুরো স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ
ফোনটিতে ৫.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২২৮০ পিক্সেল ও রেশিও ১৯ঃ৯। স্ক্রিন থেকে বডি রেশিও ৭৯.৮%। ৯০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ৫।
চিপসেটঃ
এতে ২.৮৪ গিগাহার্জ অক্টাকোর স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ হিসেবে অ্যাড্রিনো ৬৪০ রয়েছে।
র্যাম ও স্টোরেজঃ
- ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ
- ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লট নেই।
ক্যামেরাঃ
ফোনটির পেছনে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরাটি ১২.২ (এফ/১.৭) মেগাপিক্সেলের ওয়াইড লেন্স ও ১৬ (এফ/২.৪) মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ব্যবহার করা হয়েছে। এতে ২এক্স অপটিক্যাল জুম ফিচার রয়েছে। এর ক্যামেরা দিয়ে ২১৬০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।
সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, এর অ্যাপার্চার এফ/২.০। সেলফি ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও ধারণ করা যাবে।
ব্যাটারি ও ওএসঃ
দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ফোনটিতে ২,৮০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।
এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১০ ব্যবহার করা হয়েছে।
অন্যান্যঃ
ব্যবহারকারীর সুরক্ষার জন্য ফেইস আইডি রয়েছে।