অবশেষে সকলের জন্য উন্মুক্ত হয়েছে জনপ্রিয় শ্যুটার গেইম কল অফ ডিউটি। মঙ্গলবার থেকে এই মোবাইল গেইমটি অফিসিয়ালি সারা বিশ্বে পাওয়া যাচ্ছে।
কল অফ ডিউটির মোবাইল সংস্করণটি চলতি বছরের শুরুতে কানাডা ও অস্ট্রেলিয়াতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এছাড়া কিছু ব্যবহারকারীরা বিভিন্ন ওয়েবসাইট থেকে গেইমটি ডাউনলোড করে ইতিমধ্যে খেলেছেন।
গেইমটি খেলার জন্য সর্বনিম্ন ২ জিবি র্যাম ও অ্যান্ড্রয়েড সংস্করণ ৫.১ হতে হবে। আইফোন ৬ থেকে আইফোন ১১ ব্যবহারকারীরা গেমটি খেলতে পারবে, তবে আইওএস ৯ সংস্করণ থাকতে হবে।
এই গেইমটি পিসি, পিএসফোর ও এক্সবক্স ওয়ান এর জন্য বাজারে আসবে ৪ নভেম্বর। মোবাইল ব্যবহারকারীরা প্লে-স্টোর ও অ্যাপ স্টোর থেকে গেইমটি ডাউনলোড করে খেলতে পারবে।