১০ই অক্টোবর অপ্পো নিয়ে আসতে যাচ্ছে অপ্পো কে৫। ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে, কোয়াড ক্যামেরা ও স্ন্যাপড্রাগণ ৭৩০জি প্রসেসর থাকছে।
অপ্পো কে৫ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশনঃ
ফোনটিতে ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে থাকছে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে।
ফোনটিতে ২.২ গিগাহার্জ অক্টাকোর স্ন্যাপড্রাগণ ৭৩০জি প্রসেসর হিসেবে থাকছে। এর সাথে থাকছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এতে আলাদা মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে।
ফোনটির পেছনে ৬৪ + ৮ + ২ + ২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। সেলফি তোলার জন্য ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হবে।
এতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য রয়েছে ৩০ ওয়াটের ভোক ৪.০ ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি।
আগামী ১০ই অক্টোবর উন্মোচন করা হবে অপ্পো কে৫। ফোনটির বিস্তারিত সকল তথ্য ও দাম উন্মোচনের পরই জানা যাবে।