১০ই অক্টোবর উন্মোচিত হতে পারে ওয়ানপ্লাস ৭টি ও ৭টি প্রো। সম্প্রতি অন লিকস ফোন দুটির স্পেসিফিকেশন ও উন্মোচনের তারিখ প্রকাশ করেছে।
ওয়ানপ্লাস ৭টি ও ৭টি প্রো তে স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্লাস প্রসেসর এবং জিপিউ হিসেবে অ্যাড্রিনো ৬৪০ ব্যবহার করা হবে। এর সাথে থাকছে ৮ জিবি র্যাম। এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১০ ও অক্সিজেন ওএস।
মডেল | ওয়ানপ্লাস ৭টি | ওয়ানপ্লাস ৭টি প্রো |
ডিসপ্লে | ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ফ্লুয়িড অ্যামোলেড, ১০৮০*২৪০০ পিক্সেল ও ৯০ হার্জ ডিসপ্লে | ৬.৬৫ ইঞ্চি কিউ এইচডি প্লাস ফ্লুয়িড অ্যামোলেড, ১৪৪০*৩১০০ পিক্সেল ও ৯০ হার্জ ডিসপ্লে |
রিয়ার ক্যামেরা | ৪৮ + ১২ + ১৬ মেগাপিক্সেল ক্যামেরা | ৪৮ + ৮ + ১৬ মেগাপিক্সেল ক্যামেরা |
সেলফি ক্যামেরা | ১৬ মেগাপিক্সেল ক্যামেরা | ১৬ মেগাপিক্সেল ক্যামেরা |
ইন্টারনাল স্টোরেজ | ১২৮ ও ২৫৬ জিবি | ২৫৬ জিবি |
ব্যাটারি | ৩,৮০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ৩০টি ওয়ার্প চার্জ | ৪,০৮৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ৩০টি ওয়ার্প চার্জ |
ফোন দুটি কবে উন্মোচন করা হবে তা সম্পর্কে এখনো জানা যায়নি। তবে অন লিকস জানিয়েছে, ১০ই অক্টোবর উন্মোচন করা হবে এবং ১৫ই অক্টোবর থেকে বিক্রি শুরু হবে।