মিড বাজেটের বাজারে স্যামসাং নিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি এম১০এস। ফোনটিতে ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ডুয়েল ক্যামেরা ও বড় ব্যাটারি থাকবে।
সম্প্রতি ফোনটির স্পেসিফিকেশন ও ছবি ফাঁস হয়েছে। তা থেকে জানা গেছে, এতে ৬.৪ ইঞ্চি এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, এর রেজুলেশন ৭২০*১৫৬০ পিক্সেল।
এর পেছনে ১৩ + ৫ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা থাকবে। সেলফি তোলার জন্য থাকবে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
এতে এক্সিনোস ৭৮৮৫ অক্টা প্রসেসর ব্যবহার করা হবে। এর সাথে থাকবে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। এতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হবে।
স্যামসাং গ্যালাক্সি এম১০এস কবে উন্মোচন করা হবে তা এখনো জানা যায়নি, তবে ভারতের বাজারে ফোনটির দাম ১০ হাজার রুপির কম হবে।