স্যামসাং ১৮ই সেপ্টেম্বর উন্মোচন করতে যাচ্ছে গ্যালাক্সি এম৩০এস। এটি গ্যালাক্সি এম৩০ ফোনের উন্নত সংস্করণ। ফোনটি উন্মোচনের আগেই ছবি ও স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম৩০এস ফোনের ৬.৪ ইঞ্চি ১০৮০ পিক্সেল প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে এক্সিনোস ৯৬১১ প্রসেসর থাকছে, এর সাথে ৪ / ৬ জিবি র্যাম এবং ৬৪ / ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ফোনটিতে ৪৮ + ৮ + ৫ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার রয়েছে ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা।
দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ফোনটিতে ৬ হাজার মিলঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম৩০এস ফোনের বিস্তারিত তথ্য জানতে অপেক্ষা করতে হবে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত।