ভিভো উন্মোচন করতে যাচ্ছে আকর্ষণীয় ডিজাইনের স্মার্টফোন ভিভো ভি১৭ প্রো। ফোনটিতে ডুয়েল পপআপ সেলফি ক্যামেরা, কোয়াড রিয়ার ক্যামেরা ও সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হবে।
সম্প্রতি ভিভো ভি১৭ প্রো ফোনের ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য থেকে ফোনটির ব্যাপারে বিস্তারিত তথ্য জানা গেছে।
ফোনটিতে ৬.৪৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, এর রেজুলেশন ১০৮০*২৪৪০ পিক্সেল ও রেশিও ২১ঃ৯। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেতে থাকছে না কোনো নচ বা পাঞ্চহোল।
এতে ৩২ + ২ মেগাপিক্সেলের ডুয়েল পপআপ সেলফি ক্যামেরা থাকবে। ফোনটির পেছনে চারটি ক্যামেরা থাকবে, মূল ক্যামেরাটি হবে ৪৮ মেগাপিক্সেলের। অন্য তিনটি ক্যামেরা সম্পর্কে জানা যায়নি।
ভি১৭ প্রো তে স্ন্যাপড্রাগণ ৬৭৫ প্রসেসর থাকবে। এর সাথে থাকবে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এতে ৪,১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হবে।
ভিভো ভি১৭ প্রো ফোনটি কবে উন্মোচন করা হবে এবং দাম কত হবে তা এখনো জানা যায়নি।