রিয়েলমি বাজারে নিয়ে আসতে যাচ্ছে ৬৪ মেগাপিক্সেলের ফোন রিয়েলমি এক্সটি। ফোনটি ১৩ সেপ্টেম্বর ভারতে উন্মোচন করা হবে।
রিয়েলমি এক্সটি ফোনের মূল আকর্ষণীয় দিক হচ্ছে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। এতে স্যামসাংয়ের আইএসওসেল ব্রাইট জিডাবলু১ ক্যামেরা সেন্সর হিসেবে থাকছে। এতে মোট ৪টি ক্যামেরা সেন্সর থাকছে।
এতে সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে। ফোনটি নিয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
রিয়েলমি এক্সটি সম্পর্কে সকল তথ্য জানতে অপেক্ষা করুণ ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত।