ওয়ানপ্লাস উন্মোচন করতে যাচ্ছে ওয়ানপ্লাস ৭ সিরিজের নতুন ফোন ওয়ানপ্লাস ৭টি। ফোনটিতে বৃত্তাকার ট্রিপল ক্যামেরা মডিউল, স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে।
সম্প্রতি টুইটারে বিখ্যাত লিকার অনলিকস ওয়ানপ্লাস ৭টি এর রেন্ডার ছবি ও কিছু তথ্য ফাঁস করেছে। এর আগে ওয়ানপ্লাস ৭ ও ৭ প্রো এর অনেক তথ্য প্রকাশ করেছিলো অনলিকস।
ফোনটিতে ৬.৪ / ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস অপ্টিক অ্যামোলেড ডিসপ্লে প্যানেল থাকতে পারে। এতে স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্লাস প্রসেসর এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এতে এসডি কার্ড ব্যবহার করা যাবে না।
ফোনটির পেছনে বৃত্তাকার আকৃতির ক্যামেরা মডিউল দেখা গেছে। এতে ট্রিপল ক্যামেরা থাকছে। সামনের দিকে ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরা। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে।
ওয়ানপ্লাস ৭টি আগামী ২৬ই সেপ্টেম্বর উন্মোচন করা হবে। ফোনটি নিয়ে বিস্তারিত আরো অনেক তথ্য প্রকাশিত হবে সেই সকল তথ্য পেতে আমাদের সাথে থাকুন।