গুগল অফিসিয়ালি সকল অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য প্লে স্টোরের নতুন ডিজাইন উন্মুক্ত করেছে। ২১ আগস্ট থেকে পুরো নতুন ডিজাইনে সকলের সামনে হাজির হয়েছে প্লে স্টোর।
নতুন ডিজাইনের মাধ্যমে প্লে স্টোরে ব্রাউজিং আরো দ্রুত গতির ও সহজ করা হয়েছে। নেভিগেশন বারে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। নতুন ডিজাইনে স্মার্টফোনের নেভিগেশন বার নিচে এবং ট্যাবলেট ও ক্রোম ওএসে বামে রয়েছে।
গেমস ও অ্যাপ আলাদা আলাদা পেইজে রয়েছে, ফলে খুব সহজেই দরকারী অ্যাপস ও গেইমস খুঁজে পাবে ব্যবহারকারীরা।
বর্তমানে সকলের কাছে নতুন ইন্টারফেইস চলে গেছে। প্লে স্টোর অ্যাপে প্রবেশ করে দেখতে পারেন নতুন ডিজাইনটি কেমন হয়েছে।