ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও উন্মোচন করতে যাচ্ছে নতুন স্মার্টফোন, ফোনটির মডেল ভিভো ভি১৯২২এ/টি। ফোনটির নাম হতে পারে আইকিউওও প্রো। এটিতে ৫জি প্রযুক্তি থাকবে না।
সম্প্রতি চীনের টেলিকম অথোরিটি টেন্না ফোনটির অনুমোদন দিয়েছে। ফোনটির ছবি ও স্পেসিফিকেশন প্রকাশ করেছে।
ফোনটিতে ৬.৪১ ইঞ্চি অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল ও রেশিও ১৯.৫ঃ৯। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
এতে ২.৯৬ গিগাহার্জ অক্টাকোর স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সাথে থাকবে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এটি আরো দুটি ভেরিয়েন্টে আসতে পারে ২৫৬ ও ৫১২ জিবি স্টোরেজ। স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে।
ফোনটির পেছনে ৪৮, ১৩ ও ১২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য থাকছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।
এতে ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য থাকবে ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং। এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই থাকবে।
আইকিউওও প্রো ও প্রো ৫জি ফোন দুটি ২২ আগস্ট উন্মোচন করা হবে। ফোন দুটি নিয়ে বিস্তারিত সকল তথ্য উন্মোচনের পর জানা যাবে।