ভিভো মিড বাজেটের বাজারে নিয়ে আসতে যাচ্ছে নতুন স্মার্টফোন, ফোনটির মডেল নাম্বার ভিভো ভি১৯৩০এ/টি। এতে ডুয়েল ক্যামেরা ও বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
সম্প্রতি ফোনটির ছবি ও স্পেসিফিকেশন টেন্নাতে প্রকাশিত হয়েছে। তবে ফোনটির নাম কি হবে তা এখনো জানা যায়নি।
ফোনটিতে ৬.৩৫৮ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ৭২০*১৫৪৪ পিক্সেল। ফোনটির ওজন ১৭৬ গ্রাম।
এতে ১.৯৫ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর থাকবে। এতে কোন প্রসেসর ব্যবহার করা হবে তা জানা যায়নি। এর সাথে থাকবে ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এতে থাকবে মাইক্রো এসডি কার্ড স্লট।
ফোনটির পেছনে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
এতে ৪,৮৮০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকছে না। ফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
ভিভোর নতুন এই স্মার্টফোনটি খুব শীঘ্রই উন্মোচন করা হবে।