ওয়ালটন বাজারে নিয়ে এসেছে আকর্ষণীয় স্মার্টফোন প্রিমো আর৬ ম্যাক্স। ফোনটিতে ডুয়েল ক্যামেরা ও ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ওয়ালটন প্রিমো আর৬ ম্যাক্স এর পুরো স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ
ফোনটিতে ৬.২৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ইউ নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ৭২০*১৫২০ পিক্সেল ও রেশিও ১৯ঃ৯।
চিপসেটঃ
এতে ১.৬ গিগাহার্জ অক্টাকোর আর্ম কর্টেক্স এ৫৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ হিসেব পাওয়ার ভিআর জিই৮৩২২ রয়েছে।
র্যাম ও স্টোরেজঃ
এতে ৩ জিবি ডিডিআর৪ র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে।যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরাঃ
ফোনটির পেছনে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এর অ্যাপার্চার এফ/২.০। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।
সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এটি দিয়ে ৭২০ পিক্সেলে ভিডিও করা যাবে।
ব্যাটারি ও ওএসঃ
এতে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই ব্যবহার করা হয়েছে।
অন্যান্যঃ
ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার জন্য ফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এতে হেডফোন জ্যাক ও রেডিও আছে। এছাড়া প্রক্সিমিটি, লাইট ও গ্রাভিটি সেন্সর রয়েছে।
রঙ ও দামঃ
ফোনটি বাজারে নীল ও কালো রঙে পাওয়া যাবে।
ওয়ালটন প্রিমো আর৬ ম্যাক্স এর দাম ধরা হয়েছে ১০ হাজার ৯৯৯ টাকা।