ডেল দেশের বাজারে নিয়ে এসেছে নতুন দুটি ল্যাপটপ, ল্যাপটপ দুটির মডেল হলো ইন্সপায়রন ১৫ ৭৫৯০ ও ইন্সপায়রন ১৫ ৭৫৯১। দেশে ল্যাপটপ দুটি নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি)।
ডেলের এই ল্যাপটপগুলো বিশেষ করে গেমার ও গ্রাফিক্স ডিজাইনারদের জন্য উপযোগী করে তৈরী করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা খুবই ভালো পারফর্মেন্স পাবে।
ল্যাপটপ দুটোতেই ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১৯২০*১০৮০ পিক্সেল।
ডেল ইন্সপায়রন ১৫ ৭৫৯০ ল্যাপটিতে ৯ম প্রজন্মের ইন্টেল কোর আই ৫ প্রসেসর ও ডেল ইন্সপায়রন ১৫ ৭৫৯১ ল্যাপটপটিতে ৯ম প্রজন্মের ইন্টেল কোর আই ৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
দুটো ল্যাপটপেই ৮ জিবি ডিডিআর ৪ র্যাম থাকছে। এতে ৫১২ জিবি ও ২৫৬ জিবি এসএসডি কার্ড রয়েছে।
ডেল ইন্সপায়রন ১৫ ৭৫৯০ তে এনভিডিয়া জিফোর্স ১০৫০ মডেলের ৩ জিবি গ্রাফিক্স কার্ড ও ডেল ইন্সপায়রন ১৫ ৭৫৯১ তে এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১৬৫০ মডেলের ৪ জিবি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে।
এছাড়া এতে গেমিং সহায়ক অনেক ফিচার রয়েছে। ১.৫৯ কেজি ওজনের ল্যাপটপ দুটির দাম এখনো জানা যায়নি। তবে ল্যাপটপ দুটিতে ২ বছরের বিক্রয়োত্তর সেবা রয়েছে।