শাওমির সাব ব্র্যান্ড রেডমি নিয়ে আসতে যাচ্ছে নতুন একটি স্মার্টফোন। এর নাম রেডমি ওয়াই৩। ফোনটিতে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, ফোনটির পেছনে ডুয়েল ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। সামনের দিকে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। চিকল বেজেল এবং চিন দেখা গিয়েছে।

রেডমি ওয়াই৩ হলো শাওমির সর্বোচ্চ রেজুলেশনের সেলফি ক্যামেরা ফোন। এতে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর আগে সর্বোচ্চ রেজুলেশনের সেলফি ক্যামেরাটি ছিলো শাওমি মিক্স ৩ তে।
ফোনটির সেলফি ক্যামেরাতে স্যামসাং আইএসওসেল জিডি১ ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। এটি মূলত ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। যা কোয়াড বায়ার লেয়ার সফটওয়্যারের মাধ্যমের ৩২ মেগাপিক্সেলে পরিণত করা হবে।
ফোনটি নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। নতুন কিছু চমকের জন্য অপেক্ষার করুণ আগামী ২৪ এপ্রিল পর্যন্ত।