শাওমি উন্মোচন করেছে নতুন গেমিং ফোন ব্ল্যাক শার্ক ২ প্রো। ফোনটিতে স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্লাস প্রসেসর, ইউএফএস ৩.০ স্টোরেজ ও ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ব্ল্যাক শার্ক ২ প্রো এর পুরো স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ
ফোনটিতে ৬.৩৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল এবং রেশিও ১৯.৫ঃ৯। স্ক্রিন থেকে বডি রেশিও ৮১.৭%। এতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার রয়েছে। এর টার্চ সেন্সিং ২৪০ হার্জ।
চিপসেটঃ
এতে ২.৯৬ গিগাহার্জ অক্টাকোর স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ হিসেবে থাকছে অ্যাড্রিনো ৬৪০ (৭০০ মেগাহার্জ)।
র্যাম ও স্টোরেজঃ
- ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
- ১২ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
- ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
ফোনটির স্টোরেজটি ইউএফএস ৩.০ সাপোর্টেড, ফলে ব্যবহারকারীরা এটি থেকে সর্বোচ্চ গতি পাবে। এতে কোনো মেমরি কার্ড ব্যবহার করার কোনো সুযোগ নেই।
ক্যামেরাঃ
ফোনটির পেছনে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরাটি ৪৮ (এফ/১.৮) মেগাপিক্সেলের আর অন্যটি ১২ (এফ/২.২) মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ব্যবহার করা হয়েছে। এতে ২এক্স অপ্টিক্যাল জুম করা যাবে। এর ক্যামেরা দিয়ে ৪কে ভিডিও রেকর্ড করা যাবে।
সেলফি তোলার জন্য রয়েছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা, এর অ্যাপার্চার এফ/২.০। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও করা যাবে।
ব্যাটারি ও ওএসঃ
এতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য রয়েছে ২৭ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।
এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই ব্যবহার করা হয়েছে।
অন্যান্যঃ
ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে। এতে হেডফোন জ্যাক, রেডিও নেই। ফোনটির ওজন ২০৫ গ্রাম।
রঙ ও দামঃ
ফোনটি বাজারে কালো, নীল, সিলভার, পারপেল ও কমলা রঙে পাওয়া যাবে।
ব্ল্যাক শার্ক ২ প্রো এর দাম ধরা হয়েছেঃ
- ১২ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ- ২,৯৯৯ ইউয়ান (৩৬,৮২০ টাকা)
- ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ- ৩,৪৯৯ ইউয়ান (৪২,৯৫৭ টাকা)
চীনের বাজারে ফোনটির বিক্রি ২রা আগস্ট থেকে শুরু হবে। এরপরই হয়তো দেশের বাজারে ফোনটি পাওয়া যাবে।