পুরো নতুন প্রযুক্তির ডিসপ্লে নিয়ে প্রযুক্তি বিশ্বের সামনে হাজির হলো অপ্পো। এই ডিসপ্লের নাম দেওয়া হয়েছে ওয়াটারফল ডিসপ্লে। এতে কোনো ভেজেল বা নচ নেই।
সম্প্রতি অপ্পোর ভাইস প্রেসিডেন্ট ব্রিয়ান শেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ওয়াটারফল ডিসপ্লের ছবি প্রকাশ করেছে। ডিসপ্লেটির নাম ওয়াটারফল দেওয়ার কারণ হলো এটি দেখতে ঝরণার মতো। ফোনের দুই পাশে ঝরণার মতোই ডিসপ্লে চলে যাচ্ছে।
এই ডিসপ্লেটি হতে যাচ্ছে প্রায় ১০০% স্ক্রিন থেকে বডি রেশিওর। এর সেলফি ক্যামেরা আন্ডার সেলফি হতে পারে। এর আগে এটি নিয়ে কিছু খবরও প্রকাশিত হয়েছে।

এই ডিসপ্লের ফোন কবে উন্মোচন করা হবে তা জানা যায়নি। তবে এই বছরের শেষেই আমরা এই ডিসপ্লের ফোন হয়তো দেখতে পারবো।