ভিভো এন্ট্রি লেভেলের বাজারের জন্য উন্মোচন করেছে নতুন একটি স্মার্টফোন, এর নাম ভিভো ওয়াই৯০। ফোনটিতে বড় ব্যাটারি ও হেলিও এ২২ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ভিভো ওয়াই৯০ এর পুরো স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ
ফোনটিতে ৬.২২ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি পাঞ্চ হোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ৭২০*১৫২০ পিক্সেল।
চিপসেটঃ
এতে কোয়াড কোর মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
র্যাম ও স্টোরেজঃ
এতে ২ জিবি র্যাম ও ১৬/৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে।যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরাঃ
ফোনটির পেছনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর অ্যাপার্চার এফ/২.০।
সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, এর অ্যাপার্চার এফ/২.০।
ব্যাটারি ও ওএসঃ
এতে ৪,০৩০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও ও ফানটাচ ওএস ৪.৫ ব্যবহার করা হয়েছে।
রঙ ও দামঃ
ফোনটি বাজারে নীল ও সোনালী রঙে পাওয়া যাবে।
ভিভো ওয়াই৯০ এর দাম ধরা হয়েছে ৬,৯৯০ রুপি (৮,৫৬৭ টাকা)।
দেশের বাজারে ফোনটি আসলে বিস্তারিত সকল তথ্য জানিয়ে দেওয়া হবে।