২৬ জুলাই হুয়াওয়ে উন্মোচন করতে যাচ্ছে নোভা ৫আই প্রো ও মেইট ২০ এক্স (৫জি)। আজ অফিসিয়ালি হুয়াওয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
হুয়াওয়ে নোভা ৫আই প্রো চীনের বাইরের বাজারে মেইট ৩০ লাইট নাম দিয়ে আসতে পারে। ফোনটিতে কিরিন ৮১০ প্রসেসর, পাঞ্চ হোল ডিসপ্লে ও কোয়াড ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
এতে ৬.২৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে ৬/৮ জিবি র্যাম ও ১২৮/২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হবে।
ফোনটির পেছনে চারটি ক্যামেরা থাকবে। মূল ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের হবে আর বাকিগুলো টেলেফটো লেন্স, আল্টা ওয়াইড লেন্স ও ডেপথ সেন্সর ব্যবহার করা হবে। সেলফি তোলার জন্য থাকবে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।
এতে ৩,৯০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হবে। এর সাথে থাকবে ফাস্ট চার্জিং প্রযুক্তি। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৯ পাই ও ইএমইউআই ৯.১।
ফোনটি নিয়ে বিস্তারিত সকল তথ্য ২৬ জুলাই জানা যাবে। সকল তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।