এইচএমডি গ্লোবাল আগস্টে উন্মোচন করতে যাচ্ছে মিড বাজেটের ফোন নকিয়া ৬.২। সম্প্রতি নকিয়া ৬.২ এর স্পেসিফিকেশন ও দাম ফাঁস হয়েছে।
আগস্টে নকিয়া ৬.২ এর সাথে উন্মোচিত হবে নকিয়া ৭.২। তবে নকিয়া ৭.২ সম্পর্কে কোনো তথ্য এখনো জানা যায়নি। ফোনগুলো চীনে উন্মোচন করা হবে।
নকিয়া ৬.২ এর সম্ভাব্য স্পেসিফিকেশনঃ
ফোনটিতে ৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হবে। এতে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। স্ন্যাপড্রাগণ ৬৬০ প্রসেসর ব্যবহার করা হবে। এর সাথে থাকবে ৪/৬ জিবি র্যাম।
ছবি তোলার জন্য ফোনটির পেছনে ট্রিপল ক্যামেরা থাকবে। মূল ক্যামেরাটি ২০ মেগাপিক্সেলের আর অন্য দুটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স ও ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি ক্যামেরা সম্পর্কে জানা যায়নি।
এতে ৩,৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৯ পাই।
নকিয়া ৬.২ ফোনের দাম হতে পারেঃ
- ৪ জিবি র্যাম ভেরিয়েন্ট- ১,১৯৯ ইউয়ান (১৪,৭৪০ টাকা)
- ৬ জিবি র্যাম ভেরিয়েন্ট- ১,৪৯৯ ইউয়ান (১৮,৪৩০ টাকা)
ফোনটি নিয়ে বিস্তারিত আরো অনেক তথ্য জানা যাবে। সকল তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।