ভিভো বাজারে নিয়ে আসতে যাচ্ছে নতুন একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন ভিভো ওয়াই৯০। ফোনটিতে বড় ব্যাটারি ও ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে।
সম্প্রতি ফোনটির কিছু ছবি ও স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে। এটি থেকে ফোনটির ডিজাইন ও সকল তথ্য জানা গেছে।
ফোনটিতে ৬.২২ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে মিডিয়াটেকের হেলিও এ২২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সাথে থাকছে ২ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে।
ফোনটির পেছনে থাকছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।
এতে ৪,০৩০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই ও ফানটাচ ওএস৯ ব্যবহার করা হয়েছে। এতে থাকছে না কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ভারতের বাজারে ফোনটির দাম হতে পারে ৬,৯৯০ রুপি (৮,৫৭২ টাকা)। ফোনটি কবে উন্মোচন করা হবে তা এখনো জানা যায়নি।