হুয়াওয়ের সাব-ব্রান্ড অনার বাজারে নিয়ে আসতে যাচ্ছে অনার ৯এক্স ও ৯এক্স প্রো। ফোন দুটি ২৩ জুলাই উন্মোচন করা হবে। উন্মোচনের আগেই প্রকাশিত হয়েছে ফোনগুলোর স্পেসিফিকেশন ও ছবি।
সম্প্রতি চীনের টেলিকম অথরিটি টেন্না ফোন দুটির অনুমোদন দিয়েছে। টেন্নাতেই ফোনগুলোর তথ্য ও ছবি প্রকাশিত হয়েছে।
অনার ৯এক্স ও ৯এক্স প্রো তে ৬.৫৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে থাকছে। এতে থাকছে না কোনো নচ। ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাইড ব্যবহার করা হয়েছে।

ফোনগুলোতে কিরিন ৮১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সাথে থাকছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সাথে থাকছে ফাস্ট চার্জিং।
অনার ৯এক্স ফোনে ৪৮ ও ২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর অনার ৯এক্স প্রো তে ৪৮+৮+২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
অনার ৯এক্স ও ৯এক্স প্রো নিয়ে বিস্তারিত জানতে অপেক্ষা করতে মঙ্গলবার পর্যন্ত। আমাদের সাথেই থাকুন।