মিড বাজেটের ফোন ভিভো এস১
ভিভো উন্মোচন করেছে মিড বাজেটের নতুন স্মার্টফোন এস১। ফোনটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ট্রিপল ক্যামেরা ও বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ভিভো এস১ এর পুরো স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ
ফোনটিতে ৬.৩৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল এবং রেশিও ১৯.৫ঃ৯।
চিপসেটঃ
এতে ২.০ গিগাহার্জ অক্টাকোর মিডিয়াটেক হেলিও পি৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ হিসেবে আর্ম মালি-জি৫২ ব্যবহার করা হয়েছে। এটি মালি-জি৭২ থেকে বেশি দ্রুত গতির এবং উন্নত মানের।
র্যাম ও স্টোরেজঃ
এতে ৩ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরাঃ
ফোনটির পেছনে ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলে আর অন্য দুটি ৮ মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর লেন্স ব্যবহার করা হয়েছে। এটির ক্যামেরা দিয়ে ৪কে ভিডিও রেকর্ড করা যাবে।
সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা, এর অ্যাপার্চার এফ/২.০। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও করা যাবে।
ব্যাটারি ও ওএসঃ
এতে ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।
এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই ও ফানটাচ ৯ ব্যবহার করা হয়েছে।
অন্যান্যঃ
ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে। এতে হেডফোন জ্যাক রয়েছে।
রঙ ও দামঃ

ফোনটি বাজারে সী উইন্ড ব্লু ও ওয়েব ব্লু রঙে পাওয়া যাবে।
ভিভো এস১ এর দাম ধরা হয়েছে ২৮ হাজার ৯৯০ টাকা।