দেশীয় ব্র্যান্ড ওয়ালটন বাজারে নিয়ে এসেছে প্রিমো এস৭। মিড বাজেটের এই ফোনটিতে থাকছে আকর্ষণীয় ডিজাইন, বড় ব্যাটারি ও ট্রিপল ক্যামেরা।
ওয়ালটন প্রিমো এস৭ এর পুরো স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ
ফোনটিতে ৬.২৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ৭২০*১৫২০ পিক্সেল এবং রেশিও ১৯ঃ৯। এতে উ নচ ব্যবহার করা হয়েছে।
চিপসেটঃ
এতে ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ পাওয়ারভিআর জিই৮৩২০।
র্যাম ও স্টোরেজঃ
এতে ৩ জিবি ডিডিআর৪ র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরাঃ
ফোনটির পেছনে ১২+১৩+২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরাটি সনি আইএমএক্স৪৮৬ ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। সাথে থাকছে ১২০ ডিগ্রী সুপার ওয়াইড লেন্স। এটি দিয়ে ১৯২০*১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।
সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা, এর অ্যাপার্চার এফ/২.০। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও করা যাবে।
ব্যাটারি ও ওএসঃ
এতে ৩,৯০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই ব্যবহার করা হয়েছে।
অন্যান্যঃ
ফোনটির পেছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
রঙ ও দামঃ
ফোনটি বাজারে নীল ও সি গ্রিন রঙে পাওয়া যাবে।
ওয়ালটন প্রিমো এস৭ এর দাম ধরা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা।
ফোনটির প্রি-বুকিং শুরু হয়েছে। প্রি-বুকিং করে পেতে পারেন ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।