হুয়াওয়ের সাব-ব্র্যান্ড অনার উন্মোচন করেছে এন্ট্রি লেভেলের নতুন একটি স্মার্টফোন, এর নাম অনার প্লে ৮। এন্ট্রি লেভেলের ডিভাইস হলেও এতে প্রিমিয়াম ডিজাইন দেওয়া হয়েছে।
চীনে ফোনটি অনার প্লে ৮ নামে উন্মোচিত হয়েছে, তবে এটি এপ্রিলে রাশিয়াতে উন্মোচিত হওয়া অনার প্লে ৮এস। এই দুটি একই ডিভাইস এবং স্পেসিফিকেশনও একই। আমাদের দেশের বাজারে চীনে উন্মোচিত হওয়া ডিভাইসটি পাওয়া যাবে।
অনার প্লে ৮ এর পুরো স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ
ফোনটিতে ৫.৭১ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ৭২০*১৫২০ পিক্সেল এবং রেশিও ১৯ঃ৯। স্ক্রিন থেকে বডি রেশিও ৭৮.১%।
চিপসেটঃ
এতে ২.০ গিগাহার্জ কোয়াডকোর মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ পাওয়ারভিআর জিই৮৩২০।
র্যাম ও স্টোরেজঃ
এতে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরাঃ
ফোনটির পেছনে ১৩ (এফ/১.৮) মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।
সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা, এর অ্যাপার্চার এফ/২.২।
ব্যাটারি ও ওএসঃ
এতে ৩,০২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই ও ইএমইউআই ৯ ব্যবহার করা হয়েছে।
রঙ ও দামঃ
ফোনটি বাজারে কালো ও নীল রঙে পাওয়া যাবে।
অনার প্লে৮ এর দাম ধরা হয়েছে ৫৯৯ ইউয়ান (৭,৩৫০ টাকা)।
দেশের বাজারে খুব শীঘ্রই হয়তো ফোনটি পাওয়া যাবে।