ভারতে উন্মোচন করা হয়েছে শাওমির নতুন স্মার্টওয়াচ অ্যামাজফিট বিপ লাইট। এটি দেখতে ঘড়ির মতো এবং অনেক আকর্ষণীয়।
উন্মোচন অনুষ্ঠানে শাওমি জানিয়েছে, নতুন এই স্মার্টওয়াচটি একবার চার্জ করলে ৪৫ দিন পর্যন্ত চালানো যাবে। এতে অলওয়েস অন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
শাওমি অ্যামাজফিট বিপ লাইটে ১.২৮ ইঞ্চি অলওয়েস অন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ৩। এটি দিয়ে কার্ডিও, সাইক্লিং, রানিং ট্র্যাক করা যাবে। এর জন্য এতে একাধিক সেন্সর ব্যবহার করা হয়েছে।
এটি দিয়ে হার্ট রেট মনিটর করার জন্য অপ্টিকাল পিপিজি সেন্সর ব্যবহার করা হয়েছে। ফলে খুব সহজে হার্ট রেট জানা যাবে। এছাড়া ফিটনেস ট্র্যাকারের অনেক ফিচার এতে রয়েছে।
স্মার্টওয়াচটির সাথে যুক্ত ফোনের ভয়েস কল, মেসেজ ও নোটিফিকেশন পাওয়া যাবে। এতে এক্সিলেরোমিটার, ব্যারোমিটার, জিপিএস ও গ্লোনাস রয়েছে।
নতুন এই স্মার্টওয়াচটি ৩০ মিটার পর্যন্ত পানির নিচে কাজ করবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি সুইম প্রুভ ডিভাইস।
এতে ১,৯০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা একবার চার্জ করে ৪৫ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। এর ওজন ৩২ গ্রাম।
শাওমির অ্যামাজফিট বিপ লাইটের দাম কত হবে তা এখনো জানা যায়নি। এটি খুব শীঘ্রই হয়তো দেশের বাজারে পাওয়া যাবে।