asus rog phone

আসুস আগামী ২৩ জুলাই বাজারে নিয়ে আসতে যাচ্ছে আরওজি (রগ) ফোন ২। ফোনটি মূলত গেমারদের জন্য বাজারে নিয়ে আসে প্রতিষ্ঠানটি। গেইমিং করার জন্য যা কিছু দরকার সব কিছু থাকে এই সিরিজের ফোনে।

আসুস রগ সিরিজের প্রথম গেমিং ফোনটি বাজারে অনেক ভালো সাড়া ফেলেছিলো। এর ধারাবাহিকতায় আসুস বাজারে নিয়ে আসতে যাচ্ছে এই সিরিজের ২য় ফোন রগ ফোন২।

সম্প্রতি আসুস সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনটির একটি পোস্টার প্রকাশ করেছে। পোস্টার থেকে জানা গেছে, ফোনটি আগামী ২৩ জুলাই চীনে উন্মোচন করা হবে। ফোনটির সাথে পাটনারশিপে রয়েছে পাবজির নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্ট গেমস। তবে ফোনটি নিয়ে কোনো তথ্য আসুস এখনো জানায়নি।

ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, ফোনটিতে ১২০ হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হবে। এতে স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসর এবং ১২ জিবি র‍্যাম ব্যবহার করা হবে।

ফোনটি নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আগামী ২৩ জুলাই ফোনটি সকল তথ্য অফিসিয়ালি জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here