দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন দেশের বাজারে উন্মোচন করেছে নতুন র্যাম ও মেমরি কার্ড। এছাড়া ওয়াইফাই রাউটার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
ওয়ালটন প্রাথমিকভাবে বাজারে ৪ জিবির ৩টি মডেলের ডিডিআরফোর র্যাম বাজারে নিয়ে এসেছে। এর মধ্য ২টি ডেক্সটপ কম্পিউটারের জন্য আর আরেকটি ল্যাপটপের জন্য।
ডেক্সটপ কম্পিউটারের র্যামগুলোর ডাটা ট্রান্সফার ব্র্যান্ডউইথের উপর দাম হলোঃ
- প্রতি সেকেন্ডে ১৯,২০০ এমবি- ২,৩০০ টাকা
- প্রতি সেকেন্ডে ১৯,৩০০ এমবি- ২,৪০০ টাকা
ল্যাপটপ ও নোটবুকের র্যামের ডাটা ট্রান্সফার ব্র্যান্ডউইথ ১৯,২০০ এমবি এবং এর মূল্য ধরা হয়েছে ২,২০০ টাকা। র্যামগুলোর সাথে রয়েছে ২ বছরের ওয়ারেন্টি।
ওয়ালটন বাজারে নিয়ে এসেছে ৪টি মেমরি কার্ড, এগুলোর দাম হলোঃ
- ১৬ জিবি মেমরি কার্ড- ৩৫০ টাকা
- ৩২ জিবি মেমরি কার্ড- ৪৯৫ টাকা
- ৬৪ জিবি মেমরি কার্ড- ৯৯৫ টাকা
- ১২৮ জিবি মেমরি কার্ড- ১,৬৯০ টাকা
এছাড়া ওয়ালটন ৩০০ এমবিপিএস গতির রাউটার নিয়ে কাজ করছে। এই ওয়াইফাইটি হবে বজ্রপাত প্রতিরোধী। খুব শীঘ্রই বাজারেও আসবে।