Samsung Galaxy Note10

আগামী ৭ আগস্ট নিউইয়র্কের ব্রুকলিনে উন্মোচিত হতে যাচ্ছে স্যামসাং এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন নোট ১০ সিরিজ।

গত বছর নোট ৯ বারক্লে সেন্টারে উন্মোচন করা হয়েছিলো, এবারও এই সেন্টারে নোট ১০ উন্মোচন করা হবে। উন্মোচনের স্থান পরিবর্তন না হলেও নতুন নোট ১০ ফোনে নিয়ে আসা হয়েছে অনেক পরিবর্তন।

স্যামসাং গ্যালাক্সি নোট সিরিজ গুলোতে মূলত বড় আকারে ডিসপ্লে, এস পেন দেখা যায়। এবারো তেমনি দেখা যাবে। ফাঁস হওয়া বিভিন্ন তথ্য থেকে জানা গেছে, ফোনটিতে ৬.৬৬ ইঞ্চি ডিসপ্লে থাকবে, সাথে থাকবে পাঞ্চ হোল।

তবে নতুন এই ফোনটি থেকে বাদ পড়তে যাচ্ছে হেডফোন জ্যাক, পাওয়ার বাটন, ভলিউম বাটন ও বিক্সবি বাটন। এছাড়া এস পেনে যুক্ত করা হয়েছে নতুন প্রযুক্তি।

এখন শুধুমাত্র অপেক্ষা, ফোনগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের সাথে থাকুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here