আগামী মাসের ২৩ তারিখ আসুস নিয়ে আসছে তাদের গেমিং স্মার্টফোন রগ ফোন ২। গত বছর ব্যবসা সফল প্রথম রগ ফোন বাজারে এনেছিলো প্রতিষ্ঠানটি।
আসুস রগ ফোন ২ আগামী মাসের ২৩ তারিখে চীনের বেইজিং এ একটি ইভেন্টে উন্মোচন করা হবে। এটি বাজারে দুটি ভেরিয়েন্টে আসবে এবং এর দাম শুরু হবে ৪,৩৯৯ ইউয়ান (৫৩,৭০০ টাকা) থেকে।
ফোনটিতে ১২০ হার্জের ডিসপ্লে ব্যবহার করা হবে। এতে স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসর ব্যবহার করা হবে, এর সাথে থাকবে ১২ জিবি র্যাম।
গেমিং করার জন্য যা যা দরকার সকল কিছুই থাকবে ফোনটিতে। ফোনটির বিস্তারিত এখনো জানা যায়নি।
কিছুদিনের মধ্যেই ফোনটির অনেক তথ্য প্রকাশিত হবে এবং আমরা সকল তথ্য জানতে পারবো।