আগামী ২১ জুন চীনে উন্মোচিত হতে যাচ্ছে হুয়াওয়ে নোভা ৫ সিরিজ। তবে উন্মোচিত হওয়ার আগেই ফোনগুলোর তথ্য প্রকাশিত হয়েছে।
সম্প্রতি হুয়াওয়ে নোভা ৫ প্রো এর আনটুটু বেঞ্চমার্ক রিপোর্ট ফাঁস হয়েছে। এতে এসইএ-এল১০ মডেল উল্লেখ করা হয়েছে।

হুয়াওয়ে নোভা ৫ প্রো এর সম্ভাব্য স্পেসিফিকেশনঃ
ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই ব্যবহার করা হয়েছে। এতে কিরিন ৯৮০ প্রসেসর এবং মালি-জি৭৬ জিপিউ ব্যবহার করা হয়েছে। এতে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। ফোনটির বেঞ্চমার্ক স্কোর ৩,১৫,৮১৬।
ফোনটিতে ৬.৩৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হবে, এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল। এতে ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হবে। তথ্যের সুরক্ষার জন্য থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ফোনটির পেছনে থাকবে চারটি ক্যামেরা। মূক ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের আর অন্য গুলো হলো ১৬ মেগাপিক্সেলের সুপার ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও ২ মেগাপিক্সেলের টিওএফ সেন্সর ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।
হুয়াওয়ে নোভা ৫ সিরিজ আগামী ২১ জুন উন্মোচিত হবে। তখনি ফোনগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে।