Vivo Z5x

ভিভো ভারতের বাজারে উন্মোচন করতে যাচ্ছে ভিভো জেড১ প্রো। এতে স্ন্যাপড্রাগণ ৭১২ প্রসেসর, ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হবে।

ভিভো জেড১ প্রো কে গত মাসে চীনে উন্মোচিত হওয়া ভিভো জেড৫এক্স এর রি-ব্র্যান্ডেড সংস্করণ বলা হলেও ফোন দুটিতে অনেক পরিবর্তণ রয়েছে। জেড৫এক্স ফোনে স্ন্যাপড্রাগণ ৭১০ আর জেড১ প্রো তে স্ন্যাপড্রাগণ ৭১২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। জেড৫এক্স ফোনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, তবে জেড১ প্রো তে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।

তবে জেড১ প্রো ফোনে জেড৫এক্স এর মতো ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে।

আরো পড়ুনঃ পাঞ্চ হোল ডিসপ্লেতে মিড বাজেটের ভিভো জেড৫এক্স

ভিভো জেড১ প্রো এর পুরো স্পেসিফিকেশন এখনো জানা যায়নি কিন্তু বাকি সকল কিছু ভিভো জেড৫এক্স এর মতোই হবে।

ফোনটি কবে উন্মোচন করা হবে তা এখনো জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here