গত বছর ৯ আগস্ট উন্মোচন করা হয়েছিলো স্যামাসাং গ্যালাক্সি নোট ৯। এবার নোট ১০ উন্মোচন করা হবে আগস্টের ১০ তারিখে।
এই বছর স্যামাসাং নোট ১০ সিরিজের আওতায় দুটো ফোন নিয়ে আসছে। একটি স্যামসাং গ্যালাক্সি নোট ১০ আর অন্যটি নোট ১০ প্রো।
সম্প্রতি নোট ১০ ও নোট ১০ প্রো এর রেন্ডার ছবি প্রকাশিত হয়েছে। ফোন দুটি দেখতে একই। তবে নোট ১০ প্রো একটু বড় এবং পেছনে বেশি ক্যামেরা রয়েছে।
এবার নোট ১০ সিরিজ থেকে হেডফোন জ্যাক ও বিক্সবি বাটন থাকছে না। আসছে সামান্য কিছু পরিবর্তন। যুক্ত হচ্ছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে উন্নত সকল প্রযুক্তি।
স্যামসাং গ্যালাক্সি নোট ১০ সিরিজ আগামী ১০ আগস্ট উন্মোচন করা হবে। সময়ের সাথে সাথে আমরা ফোনগুলো নিয়ে সকল তথ্য জানতে পারবো এবং আপনাদেরও জানাতে পারবো।