রিয়েলমি এই বছরে কম দামে ৫জি স্মার্টফোন নিয়ে আসার ঘোষণা দিয়েছি। রিয়েলমি এই বছর একের পর এক চমক নিয়ে বাজারে আসছে।
রিয়েলমির ভারতীয় অংশের সিইও মাধব শেঠ জানিয়েছে, ২০১৯ সালেই রিয়েলমি ৫জি ফোন তৈরী করবে। ফোনগুলো ভারত ও চীনের বাজারে আসবে। এছাড়া আরো অনেক নতুন প্রযুক্তি নিয়ে আসতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
অপ্পোর সাবব্র্যান্ড হলো রিয়েলমি। প্রতিষ্ঠানটি কম টাকায় অনেক চমক দিয়ে এসেছে ক্রেতাদেরকে। প্রতিষ্ঠানটি বর্তমানে বিভিন্ন বাজারে শাওমি, স্যামসাং ও ভিভোর সাথে অনেক ভালো প্রতিযোগীতা করছে।
বর্তমানে প্রতিষ্ঠানটি রিয়েলমি এক্স প্রো নিয়ে কাজ করছে। এটি মূলত রেডমি কে২০ প্রো এর সাথে প্রতিযোগীতা করার জন্য নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
রিয়েলমি এক্স প্রোতে স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসর ব্যবহার করা হবে। দাম হবে রেডমি কে২০ প্রো এর আশেপাশে।
এখনো ফোনটির ব্যাপারে পুরো তথ্য পাওয়া যায়নি। খুব শীঘ্রই পাওয়া যাবে।