জনপ্রিয় চাইনীজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি মিড বাজেটের বাজারে তুমুল জনপ্রিয়। এর পেছনে বড় একটি অবদান রয়েছে মিইউআই ওএসের।
বর্তমানে শাওমির ফোনগুলোতে মিইউআই ১০ সংস্করণ চলছে। প্রতিষ্ঠানটি মিইউআই ১১ নিয়ে কাজ করে চলছে। তবে শাওমির কিছু ফোনের ব্যবহারকারীদের জন্য খারাপ সংবাদ দিয়েছে প্রতিষ্ঠানটি।
শাওমি জানিয়েছে, শাওমি রেডমি নোট ৩, রেডমি নোট ৪, রেডমি ৩এস, রেডমি ৩এক্স, রেডমি ৬, রেডমি ৬এম রেডমি প্রো, রেডমি ৪ এবং রেডমি ৪এ ফোনে শাওমির পরবর্তী আপডেট আসবে না। ফোনগুলো মিইউআই ১১ আপডেট পাবে না।
উপরোক্ত ফোনগুলো নতুন ভার্সনের আপডেট না পেলেও ফোনগুলোর সিকিউরিটি আপডেট নিয়মিত দিবে প্রতিষ্ঠানটি।
খারাপ সংবাদ তো দেওয়া হয়ে গেলো, এইবার একটি ভালো সংবাদ হলো। মিইউআই ১১ থেকে শাওমির ইউআই তে ব্যবহার করা বিরক্তিকর বিজ্ঞাপন দেখানো কমিয়ে দিবে। কিন্তু একবারে বন্ধ করা হচ্ছে না।