স্মার্টফোনে একের পর এক নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে, সাথে আসছে নতুন ডিজাইন। এইবার আসছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার ফোন।
অপ্পো সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে। ফোনটিতে কোনো সেলফি ক্যামেরা নেই তবুও সেলফি তোলা যাচ্ছে। এটি আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা দিয়ে তোলা হচ্ছে।
এটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো একই প্রযুক্তি। এতে ক্যামেরাটি ডিসপ্লের নিচে ব্যবহার করা হয়েছে এবং তা দিয়ে ছবি তোলা যাচ্ছে।
এই বিষয়ে অপ্পোর ভাইস প্রেসিডেন্ট জানিয়েছে, আন্ডার ডিসপ্লে ক্যামেরা দিয়ে স্বাভাবিক ক্যামেরার মতো ছবি তোলা সম্ভব হবে না। এটি এখনো পরীক্ষামূলক অবস্থা রয়েছে। আস্তে আস্তে ক্যামেরার রেজাল্ট ঠিক হয়ে যাবে।
আরো পড়ুনঃ শাওমি ফোনের ডিসপ্লেতে সেলফি ক্যামেরা
আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার ডিভাইস কবে আমরা দেখতে পারবো তা এখনো জানা যায়নি। তবে এই প্রযুক্তি নিয়ে ভিভো, শাওমি ও স্যামসাং কাজ করছে। হয়তো খুব শীঘ্রই আমরা এটি দেখতে পারবো।