হুয়াওয়ের খারাপ দিন চলছে, এরপরও একেরপর এক নতুন ডিভাইস নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। আগামী ৫ই জুন উন্মোচিত হতে যাচ্ছে মেইট ৩০ লাইট।
সম্প্রতি ফোনটি নিয়ে কিছু টিজার ছবি প্রকাশ করেছে হুয়াওয়ে। প্রকাশিত ছবি থেকে জানা গেছে, ফোনটিতে ৬.২১ ইঞ্চি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ২৪ মেগাপিক্সেলের সুপার ওয়াইড ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে।
ফোনটির পেছনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। মূল ক্যামেরাটি ২৪ মেগাপিক্সেলে আর অন্য দুটি ১৬ ও ২ মেগাপিক্সেলের এআই ক্যামেরা সেন্সর।
এতে কিরিন ৭১০ প্রসেসর ব্যবহার করা হতে পারে। ফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে। এতে হেডফোন জ্যাক থাকছে।
ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই ও ইএমইউআই ৯ ব্যবহার করা হবে।
ফোনটি নিয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। ৫ জুন এর সকল তথ্য জানা যাবে।